এবং কেন নয় ? শ্রী শ্রীমৎ জয়পতাকা
গুরুমহারাজ সকল বৈষ্ণববৃন্দের একজন
বিশেষ ভালবাসার পাত্র । শ্রীল প্রভুপাদ
ঘোষণা করে ছিলেন তিনি ভগবান
শ্রীগৌরাঙ্গের একজন নিত্য পার্ষদ ।
মাত্র ২১ বছর বয়সে শ্রীল প্রভুপাদ উনাকে
সন্ন্যাস দীক্ষা প্রদান করেন । তখন থেকে তিনি
শ্রীল প্রভুপাদের এই আন্দোলনের বিশেষ
গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করে অনেক
প্রতিকূলতার মধ্যেও শ্রীধাম মায়াপুর
চন্দ্রোদয় মন্দিরসহ আরও অন্যান্য অনেক
সেবা সফল করছেন। তিনি সমগ্র নবদ্বীপ
মন্ডলের একজন দিব্য আধ্যাত্মিক শিক্ষক ।
কেউ শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজকে
ব্যাতিরেকে মায়াপুর ধামকে চিন্তা করতে
পারে না। উনি অসীম গুণের অধিকারী, শ্রীল
প্রভুপাদ বিনা কারণে উনার নাম জয়পতাকা
দেননি, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন
আন্দোলনের বিজয় ধ্বজাকেই ইঙ্গিত
করে।...............।
পরম্ বিজয়তে শ্রীকৃষ্ণ
সংকীর্তম্....................................।