Wednesday, September 14, 2016
Sunday, August 28, 2016
#তব পদাঘাত মোর ললাট #
জানি অযোগ্য, বর্ণিতে তোমাকে আমি।
আশা বাঁধে বাসা কহ কিছু শুনি ।।
গোলক হইতে তুমি আসিতে চাওনি ।
কৃষ্ণ কহিল যাও, করিব সকলি আমি ।।
গৌর-রজনীর প্রাণ, অভয় ধরিলে নাম ।
প্লাবিত করিলে ধরা গৌর নামে সারা ।।
করিতে প্রকাশ কৃষ্ণ নগরাদি এ বিশ্বে ।
লিখ গ্রন্থ আজ্ঞা দিলা গুরু ও কৃষ্ণ মিলি ।।
তোমার সকল আচরণ বেদ-পুরাণের ভাষণ ।
দিব্য পুরুষ দিব্য দর্শন যারে তারে কর আকর্ষণ ।।
ম্লেচ্ছ যবন পাপাচারী তোমার যাই বলিহারি ।
ছাড়াইলে সব বানাইলে কৃষ্ণ প্রম ভিক্ষারী ।।
এ দাসের এত দোষ আষ্টেপাষ্টে বান্ধে হৃদকোষ ।
তোমার পদাঘাত মোর ললাটে হোক গুরুচিন্তার উদয় ।।
তোমার সংসারে তুমি আনিয়াছ কেন না জানি ।
চালাও আমারে তুমি অন্ত নিঃশ্বাস অবধি ।।
ব্যাসপূজা বার্তা ‘১৬
জয় শ্রীল প্রভুপাদ
Tuesday, April 12, 2016
Vyasapuja Offering to HH Jayapataka Swami " Uttama Gati " 2016
Uttam Gati
উত্তম গতি
Sri Guru kripa bine tapta e Jibon
Jantranamoy hoye Roy moron Jibon.1
শ্রী গুরু কৃপা বিনে তপ্ত এ জীবন
যন্ত্রণাময় হয়ে রয় মরণ-জীবন
O Guru kripa kore ele a dharay
Tarite patio Jane dite Gauranga Ray.2
ও গুরু কৃপা করে এলে ধরায়
তারিতে পতিত জনে দিতে গৌরাঙ্গ রায়
Sri Guaranga sane tumi nitya bilasay
Prabhupada karunay se tatva prakasay.3
শ্রী গৌরাঙ্গ সনে তুমি নিত্য বিলাসও
প্রভুপাদ করুণায় সে তত্ত্ব প্রকাশয়
Tumi yadi charibe na jene mora asohay
Tobe keno khandan na Koro ahankar...4
তুমি যদি ছাড়িবে না জেনে মোরে অসহায়
তবে কেন খন্ডন না কর অহংকার
Rama laxman karilo bhad je jono sur nay
Tumi bolile purnimay ami na koribo tumay.5
রাম লক্ষণ করিল বধ যে জন সুর নয়
তুমি বল্লে পূর্ণিমায় আমি না বলিব তোমায়
Eto doya dekhe man kore pratarana
Bole Guru na bole Kichu,Koro Ja man chay.6
এত দয়া দেখে মন করে প্রতারনা
বলে গুরু না বলে কিছু কর যা মন চায়
Ki koribo Guru tumi eto doyamoy
Na blo sisye Kichu jantrana nije Saha.7
কি করিব গুরু তুমি এত দয়াময়
না বলে শিষ্যে কিছু যন্ত্রণা নিজে সও
Bhulale jagatke suthaosustha kare Koy
Sarva karjo kore jao Gauranga bhabonay.8
বুঝালে জগতকে অসুস্থ সুস্থ কারে কয়
সর্ব কার্য করে যাও গৌরাঙ্গ ভাবনায়
Tan mon Jibon e jib uddarite samarpan
Prabhupada pode e dan jagate ujjal Hoy.9
তন মন জীবন এ জীব উদ্ধারেতে সমর্পন
প্রভুপাদ পদে এ দান জগতে উজ্জ্বল হয়
Tubo kno e hridoy bhug basanay ray
Guru prati eke ki bhalobasa koy.10
তবু কেন এ হৃদয় ভোগ বাসনাতে রয়
গুরু প্রতি একে কি ভালবাসা কয়
Guru bole kripa upolobdho Hoy jhokon
Polokito hridoy nitya ananda Kichu khan.11
গুরু বলে কৃপা উপলব্ধ হয় যখন
পুলকিত হৃদয় নিত্য আনন্দে কিছুক্ষণ
Dite chaha sarva shakti jogya nehi pao
Sanyasa dite chao mur karja ravana pray.12
দিতে চাহে সর্ব শক্তি যোগ্য নাহি পাও
সন্ন্যাস দিতে চাও মোর কার্য রাবন প্রায়
Chero na chero na amay ami bro asohay..
Tobo kripa chara barsa din Katejantronay.13
ছেড়ো না ছেড়ো না আমায় আমি বড় অসহায়
তব কৃপা ছাড়া বর্ষ-দিন কাটে যন্ত্রণায়
Ami chai Tumake bhalobasite
e jeno na Hoy lukdekhayite
Karuna jeno pai taba adesh palone.14
আমি চাই তোমাকে ভালবাসিতে
এ যেন না হয় লোক দেখায়িতে
করুণা যেন পাই তব আদেশ পালনে
Guru maharaja chara jibonta dishe hara
Guru kripa ek bar je pay
Jibone se er Kichu na chay.15
গুরু মহারাজ ছাড়া জীবনটা দিশাহারা
গুরু কৃপা একবার যে পায়
জীবনে সে আর কিছু না পায়
Jay hook
Subscribe to:
Posts (Atom)