Pages

Sunday, August 28, 2016

Jay hook

#তব পদাঘাত মোর ললাট #

 

জানি অযোগ্য, বর্ণিতে তোমাকে আমি।

আশা বাঁধে বাসা কহ কিছু শুনি ।।

 

গোলক হইতে তুমি আসিতে চাওনি ।

কৃষ্ণ কহিল যাও, করিব সকলি আমি ।।

 

গৌর-রজনীর প্রাণ, অভয় ধরিলে নাম ।

প্লাবিত করিলে ধরা গৌর নামে সারা ।।

 

করিতে প্রকাশ কৃষ্ণ নগরাদি এ বিশ্বে ।

লিখ গ্রন্থ আজ্ঞা দিলা গুরু ও কৃষ্ণ মিলি ।।

 

তোমার সকল আচরণ বেদ-পুরাণের ভাষণ ।

দিব্য পুরুষ দিব্য দর্শন যারে তারে কর আকর্ষণ ।।

 

ম্লেচ্ছ যবন পাপাচারী তোমার যাই বলিহারি ।

ছাড়াইলে সব বানাইলে কৃষ্ণ প্রম ভিক্ষারী ।।

 

এ দাসের এত দোষ আষ্টেপাষ্টে বান্ধে হৃদকোষ ।

তোমার পদাঘাত মোর ললাটে হোক গুরুচিন্তার উদয় ।।

 

তোমার সংসারে তুমি আনিয়াছ কেন না জানি ।

চালাও আমারে তুমি অন্ত নিঃশ্বাস অবধি ।।

 

ব্যাসপূজা বার্তা ১৬

জয় শ্রীল প্রভুপাদ